Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রতিষ্ঠানের নামঃ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠী জেলা, ঝালকাঠী। ফোনঃ ০৪৯৮-৬২১৯২, ফ্যাক্সঃ ০৪৯৮-৬২১৯২ (ক) বিভিন্ন প্রকল্পের আওতায় গ্রামীণ (রুরাল) এলাকায় নলকুপ/পিএসএফ/রেইনওয়াটার হার্ভেষ্টিং/এসএসটি-ভিএসএসটি ইত্যাদি পানির উৎস স্থাপন/নির্মানের মাধ্যমে গ্রামীণ জনসাধরণকে নিরাপদ পানি সরবরাহের সু-ব্যবস্থা করা হয়। (খ) জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় স্বাস্থ্য সম্মত লেট্রিন নির্মান ও সরবরাহের মাধ্যমে সবার জন্য শতভাগ স্বাস্থ্য নিশ্চিত করনের সেবা প্রদান করা হয়। (গ) ডায়রিয়া/আমাশা/কলেরা/টাইফয়েড/জন্ডিশ/হেপাটাইটিস ইত্যাদি পানিবাহিত রোগ রোধকল্পে গৃহস্থালীর সকল কাজে নিরাপদ পানির ব্যবহার, পরিবারের সকলকে স্বাস্থ্য সম্মত লেট্রিনের ব্যবহার এবং স্বাস্থ্য পরিচর্যা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য অবহেলিত অসচেতন জনগোষ্ঠিকে সচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্বুদ্ধ করা হয়। (ঘ) পৌর এলাকায় প্রকল্পের আওতায় পাইপ লাইন স্থাপন ও গভীর নলকুপ খননের মাধ্যমে পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। উপজেলা প্রতিষ্ঠানঃ সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠী সদর/নলছিটি/রাজাপুর/কাঠালিয়া উপজেলা। উপকারভোগীরা নলকুপ ও অন্যান্য পানির উৎস এবং স্যানিটারী লেট্রিন পাওয়ার জন্য উপজেলা দপ্তরে আবেদন করেন। উপজেলার মোট বরাদ্দের ৫০% স্থান উপজেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা ওয়াটস্যান কমিটির মাধ্যমে উক্ত আবেদনপত্রগুলি যাচাই বাছাই করিয়া অগ্রাধিকার ভিত্তিতে উপকারভোগীদের নাম নির্বাচন করেন। বাকী ৫০% স্থান মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে নির্বাচন করার পর সমুদয় তালিকা সংশ্লিষ্ট জেলা অফিসে প্রেরণ করেন। জেলা অফিস থেকে সরকারী উন্নয়নমূলক কাজের দরপত্র আহবান ও ঠিকাদার নির্বাচনের পর জেলা অফিসের নির্দেশক্রমে উপজেলা অফিস উক্ত কাজ বাস্তবায়ন করিয়া থাকে। ইহা ছাড়া উপজেলা অফিস রিং ও স্লাবের লেট্রিন উৎপাদন সহ সরকারী নির্ধারিত মূল্যে বিক্রি করিয়া থাকে এবং ঠিকাদারের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে বিনামূল্যে লেট্রিন সরবরাহ করিয়া থাকে।